Home » Badhon
বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণতকরণ ও অসহায় রোগীর রক্তের অভাব মোচন করার লক্ষ্যে কিছু মানবতাপ্রেমী,মানব দরদি, মেধাবী শিক্ষার্থীদের মহৎ প্রচেষ্টায় ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়র ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল থেকে বাঁধনের যাত্রা শুরু হয়। স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনের লক্ষ্যে ক্রমান্বয়ে দেশের বিভিন্ন স্থানের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবার,ইউনিট, জোন প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম বিস্তৃত করে। হাঁটি হাঁটি পা পা করে সারা বাংলাদেশে বিস্তার লাভ করে বাঁধন। বর্তমানে ৫৪ টি জেলায় ৭৬ শিক্ষাপ্রতিষ্ঠান এ চলমান রয়েছে বাঁধন। ২০১৭ সালের ২৭শে নভেম্বর গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ গাইবান্ধা সরকারি কলেজ প্রশাসনের অনুমতিক্রমে মোঃ আল আমিন রাহী কে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর মাধ্যমে বাঁধন এর ৩৮ তম জেলা ৫৫ তম শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে বাঁধন, গাইবান্ধা সরকারি কলেজ পরিবার যাত্রা শুরু হয়। ২০১৮ সালের ৫ই ডিসেম্বর পরিবার থেকে ইউনিটে রুপান্তর ও ২০১৯ সালের ১০ই আগস্ট বগুড়া জোনের অন্তর্ভুক্ত হয়।
কলেজ প্রশাসনের সহযোগীতায় নভেম্বর-২০১৭ইং থেকে ডিসেম্বর-২০২২ইং পর্যন্ত, বাঁধন, গাইবান্ধা সরকারি কলেজ ইউনিট ১১,৯৮৭ জনের বেশী মানুষকে বিনা মূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয় এবং ২.৯৭৯ ব্যাগ রক্ত মুমূর্ষু রোগিদের জন্য সরবরাহ করে। এছাড়াও বাঁধন কর্মী ও বাঁধন কেন্দ্রীয় পরিষদের সহায়তায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরন করে।
শ্লোগানঃ ‘’একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন”
বাঁধনের স্বপ্নঃ ‘’আমরা স্বপ্ন দেখি সেদিনের, যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।‘’
বাঁধনের স্বপ্নঃ ‘’আমরা স্বপ্ন দেখি সেদিনের, যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ তার নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।‘’
বাঁধন অফিসঃ
প্রশাসনিক ভবনের সামনে পুরাতন টিনসেড ভবন
সময়ঃ সকাল ১০:৩০ হতে দুপুর ১:০০টা
যোগাযোগঃ ০১৫৮০-৫৯২২৫৯
জোনাল প্রতিনিধি (২০২৩ কমিটি)
মোঃ সাগর আহমেদ ( ও পজেটিভ)
বাংলা বিভাগ, সেশনঃ ২০১৭-১৮
মোবাইলঃ ০১৭৯৭-৮৮৬২০১
সভাপতি (২০২৩ কমিটি)
সুশান্ত কুমার বর্মন (এ পজেটিভ)
উদ্ভিদবিজ্ঞণ বিভাগ সেশনঃ ২০১৭-১৮
মোবাইলঃ ০১৭৬৭-৫৪০৬৬৪
সাধারন সম্পাদক (২০২৩ কমিটি)
মোছাঃ নিলুফা ইয়াসমিন রিপা
গনিত বিভাগ, সেশনঃ ২০১৮-১৯
মোবাইলঃ ০১৭৮৩-৯৪১৭২০
সাংগঠনিক সম্পাদক (২০২৩ কমিটি)
মো; নাসির উল্লাহ (এবি পজেটিভ)
দর্শন বিভাগ সেশনঃ ২০১৯-২০
মোবাইলঃ ০১৩১৫-৭২০৭২৩