Gaibandha Govt. College

Welcome to the Gaibandha Govt. College website. The purpose of this webpage is to provide parents, students, and our college community with easy access to a wealth of information on our Gaibandha Govt. College programs, policies and development activities.
Gaibandha Govt. College is a great place of teaching and learning! Our teachers are committed to ensure high quality learning experience focused on the individual needs of the students. We are striving to be creative and innovative in our instruction to engage students in their learning through a variety of curricular and co-curricular activities, applications of technology, and 21st Century skills.
Gaibandha Govt. College, located in the hub of Gaibandha District town, one of the noted Institutions in the Rangpur division, serves approximately 16000 students from Higher Secondary level to Masters Level. Our College community has a long standing tradition of excellence in academics as well as arts and culture. As a district level college, we are committed to our mission of preparing students to be productive citizens and life-long learners in an ever changing world.
If you need general information or wish to contact directly with the staffs of the college, you may use the Staff Directory on the website or call …………….
Thanking you.
Professor Md. Khalilur Rahman (5393)
Principal

Gaibandha Govt. College

 

অধ্যক্ষ মহোদয়ের জীবন-চিত্র

প্রফেসর মো: খলিলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সনদ অর্জন করেন। তিনি ২১ নভেম্বর ১৯৯৩ খ্রি. ১৪শ বিসিএস পরীক্ষার মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। চাকুরী জীবনে প্রভাষক থেকে অধ্যাপক পদে সুনামের সাথে পর্যায়ক্রমে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ, সিরাজগঞ্জ; গাইবান্ধা সরকারি মহিলা কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, বিশেষভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। ১৫ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. থেকে গাইবান্ধা সরকারি কলেজে উপাধ্যক্ষ ও ৪ ফেব্রুয়ারী ২০২১ খ্রি. থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ০৫ অক্টোবর  ২০২১ খ্রি. থেকে অধ্যক্ষ পদে কর্মরত আছেন।
তিনি প্রাণিবিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণসহ দেশে-বিদেশে শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, এসিইএম Procurement of goods works and services এর উপর প্রশিক্ষণ, লিডারশীপ ট্রেনিংসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বন্যপ্রাণী জীবনবিজ্ঞান বইয়ের সহ লেখক। তিনি ১৯১৮ খ্রি. পবিত্র হজব্রত পালন করেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তাঁর স্ত্রীও শিক্ষকতা পেশায় কর্মরত। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ও ২০২৩ এ গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হন।