Gaibandha Govt. College

রোভার স্কাউট

গাইবান্ধা সরকারি কলেজ উত্তর জনপদের একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৭ সালের ১৭ আগষ্ট স্থাপিত এই কলেজটি কালের পরিক্রমায় ১৯৮০ সালের ১ লা মার্চ সরকারিকর হয়।উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী (পাস) ছাড়াও বর্তমানে কলেজটিতে ১৪ টি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স এবং ৩ টি বিষয়ে প্রিভিয়াস কোর্স চালু রয়েছে। এ ছাড়াও রোভার স্কাউটস্, বি এন সি সি, রেড ক্রসেন্ট ইত্যাদি সেচ্ছাসেবী সংগঠন রয়েছে।
গাইবান্ধা সরকারি কলেজে রোভার স্কাউট এর রেজিষ্ট্রেশন ১৯৭৩ সালে অনুমোদন পায় তারই ধারাবাহিকতায় জনাব মোঃআব্দুল আলিম সহকারীঅধ্যাপক ইতিহাস( বিভাগ) রোভার লিডার হিসাবে দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে গাইবান্ধা জেলার প্রথম উটব্যাজার জনাব,মোঃ মহফিল হোসেন শরীরচর্চা শিক্ষক ১৯৭৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রোভার লিডার এর দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে রোভার স্কাউট লিডার হিসাবে দায়িত্ব পালন করছেন উটব্যাজ প্রত্যাসি জনাব মোঃ হাসান ফারুক শরীর চর্চা শিক্ষাক । এবং গার্ল ইন রোভার এর দায়িত্ব পালন করছেন জনাব, মোছাঃ শারমিন চৌধুরী প্রভাষক,রাষ্ট্র বিঃ বিভাগ।
বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজ দুটি ইউনিট রয়েছে মেয়েদের গর্ল ইন রোভার ও ছেলেদের রোভার স্কাউট দল।
স্কাউট আন্দোলনের উদ্দেশ্যঃ ছেলে- মেয়েদর শরীরিক, মানসিক, আধ্যাতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক দিকগুলো পরিপূর্ণ অন্তর্নিহিত ক্ষমতা বিকাশে অবদান রাখা, যাতে করে তারা ভারসাম্যপূর্ণ ব্যক্তি, দায়িত্বশীল নাগরিক এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একজন সদস্য হিসাবে জীবন-যাপন করতে পারে।
মূলনীতি সমূহঃ স্কাউটের মূলনীতি তিনটি-
১. সৃষ্টি কর্তার প্রতি কর্তব্য পালন (Duty to God)
২. নিজের প্রতি কর্তব্য পালন (Duty to Self)
৩. অপরের প্রতি কর্তব্য পালন (Duty to Others)
রোভার স্কাউট মটোঃ সেবা স্কাউট প্রতিজ্ঞাঃ
আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
* আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
* সর্বদা অপরকে সাহায্য করতে।
* স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো।
আল্লাহ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করা যাবে।
স্কাউট আইনঃ স্কাউট আইন ৭ টি
১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
২. স্কাউট সকালের বন্ধু
৩. স্কাউট বিনয়ী ও অনুগত
৪. স্কাউট জীবের প্রতি সদয়
৫. স্কাউট সদা প্রফুল্ল
৬. স্কাউট মিতব্যয়ী
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।
স্কাউট শ্লোগানঃ” প্রতিদিন কারো না কারো উপকার করা ” (Da a good turn daly)
গাইবান্ধা সরকারি কলেজ উত্তর জনপদের একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৭ সালের ১৭ আগষ্ট স্থাপিত এই কলেজটি কালের পরিক্রমায় ১৯৮০ সালের ১ লা মার্চ সরকারিকর হয়।উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী (পাস) ছাড়াও বর্তমানে কলেজটিতে ১৪ টি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স এবং ৩ টি বিষয়ে প্রিভিয়াস কোর্স চালু রয়েছে। এ ছাড়াও রোভার স্কাউটস্, বি এন সি সি, রেড ক্রসেন্ট ইত্যাদি সেচ্ছাসেবী সংগঠন রয়েছে।
গাইবান্ধা সরকারি কলেজে রোভার স্কাউট এর রেজিষ্ট্রেশন ১৯৭৩ সালে অনুমোদন পায় তারই ধারাবাহিকতায় জনাব মোঃআব্দুল আলিম সহকারীঅধ্যাপক ইতিহাস( বিভাগ) রোভার লিডার হিসাবে দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে গাইবান্ধা জেলার প্রথম উটব্যাজার জনাব,মোঃ মহফিল হোসেন শরীরচর্চা শিক্ষক ১৯৭৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রোভার লিডার এর দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে রোভার স্কাউট লিডার হিসাবে দায়িত্ব পালন করছেন উটব্যাজ প্রত্যাসি জনাব মোঃ হাসান ফারুক শরীর চর্চা শিক্ষাক । এবং গার্ল ইন রোভার এর দায়িত্ব পালন করছেন জনাব, মোছাঃ শারমিন চৌধুরী প্রভাষক,রাষ্ট্র বিঃ বিভাগ।
বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজ দুটি ইউনিট রয়েছে মেয়েদের গর্ল ইন রোভার ও ছেলেদের রোভার স্কাউট দল।
স্কাউট আন্দোলনের উদ্দেশ্যঃ ছেলে- মেয়েদর শরীরিক, মানসিক, আধ্যাতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক দিকগুলো পরিপূর্ণ অন্তর্নিহিত ক্ষমতা বিকাশে অবদান রাখা, যাতে করে তারা ভারসাম্যপূর্ণ ব্যক্তি, দায়িত্বশীল নাগরিক এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একজন সদস্য হিসাবে জীবন-যাপন করতে পারে।
মূলনীতি সমূহঃ স্কাউটের মূলনীতি তিনটি-
১. সৃষ্টি কর্তার প্রতি কর্তব্য পালন (Duty to God)
২. নিজের প্রতি কর্তব্য পালন (Duty to Self)
৩. অপরের প্রতি কর্তব্য পালন (Duty to Others)
রোভার স্কাউট মটোঃ সেবা স্কাউট প্রতিজ্ঞাঃ
আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
* আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
* সর্বদা অপরকে সাহায্য করতে।
* স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো।
আল্লাহ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করা যাবে।
স্কাউট আইনঃ স্কাউট আইন ৭ টি
১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
২. স্কাউট সকালের বন্ধু
৩. স্কাউট বিনয়ী ও অনুগত
৪. স্কাউট জীবের প্রতি সদয়
৫. স্কাউট সদা প্রফুল্ল
৬. স্কাউট মিতব্যয়ী
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।
স্কাউট শ্লোগানঃ” প্রতিদিন কারো না কারো উপকার করা ” (Da a good turn daly)