Gaibandha Govt. College

Dear Parents, Guardians and well-wishers,

Welcome to the Gaibandha Govt. College Website. As the Vice-Principal of the reputable institution I consider it my privilege to pen down my message for our newly launched website of our college. I feel very fortunate to work with many dedicated, committed, caring and innovative staff members, parents and students.
Many people consider education as a medium of getting good jobs, living a royal life, earning money and much more. But education doesn’t really mean this. Real meaning comes when one’s way of thinking gets changed and one starts thinking for the betterment of the society, country and world at large. On the whole education means holistic development of a student not only restricted to the achievements of academics but also helping the student to come up with those inherited knowledge to build a better tomorrow; with a disciplined way of life
At Gaibandha Govt. College, we provide the student’s value based education, opportunities to grow in every sphere of life both in academics and in their personality development. In the field of co- curricular activities, games, and sports our students are paving their way towards great heights.
I take this opportunity to thank God Almighty for his benevolence, generous blessings showered upon our institution through various people and events. I would like to express my sincere thanks to Professor Md. Khalilur Rahman, the Principal who always guides, gives confidence, inspires and supports me in all that I do. I extend my gratitude to all the staff members for their constant amicable support towards the institution. Finally I want to thank all the students and teachers of the Gaibandha Govt. College for their contribution and important role they play to take the college to a greater height.
Thank you and God Bless You!

Md. Abdur Rashid

Vice – Principal

Gaibandha Govt. College

উপাধ্যক্ষ মহোদয়ের জীবন-চিত্র

 

প্রফেসর মো: আব্দুর রশিদ বরিশাল ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞানে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণের পর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৬ খ্রি. ১৬শ বিসিএস পরীক্ষার মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদন করেন। চাকুরী জীবনে প্রভাষক থেকে অধ্যাপক পদে সুনামের সহিত গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, বিশেষভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা সংযুক্ত, অধ্যক্ষ, সরকারি শহীদ এম মুনসুর আলী ডিগ্রী কলেজ, ধুপচাচিয়া, বগুড়ায় দায়িত্ব পালন করেন। তিনি ৩ এপ্রিল ২০২৪ খ্রি. থেকে অদ্যাবধি অত্র কলেজে উপাধ্যক্ষ হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন।
তিনি বুনিয়াদি, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, এসিইএম সিটিজেন চার্টার, শুদ্ধাচার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে ক্যাপ্টেন হিসেবে কর্মরত এবং মেয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ৪র্থ বর্ষে অধ্যায়নরত। তাঁর স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।